E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক নিহত

২০২৩ মার্চ ০৩ ১৭:১০:৩৩
রাণীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক নিহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভটভটি-মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে জয়রুপ দত্ত আপন (২৫) নামে ওই মোটরবাইক চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের উপজেলার খট্টেশ্বর সরদারপাড়া নামক স্থানে। নিহত আপন আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের শ্রী অনুপ দত্ত র(বাদল)  এক মাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আপন নওগাঁয় একটি প্রিন্টিং প্রেসের ডিজাইনার হিসেবে কাজ করতো। কাজের জন্য সে প্রতিদিন নিজ বাড়ি থেকে মোটরবাইকযোগে যাতায়াত করতো। এদিনও সে কাজে গিয়েছিল। কাজ শেষে মোটরবাইক চালিয়ে নওগাঁ থেকে রাণীনগর হয়ে আত্রাইয়ে নিজ বাড়ি ফিরছিলেন। যাওয়ার সময় আঞ্চলিক মহাসড়কের ঘটনাস্থলে পৌঁছলে আত্রাই দিক থেকে আসা এক ভটভটির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে সে মোটরবাইক থেকে সিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে। এছাড়া ভটভটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে রাণীনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মোটরবাইক চালককে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত আপনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর দুর্ঘটনা কবলিত ভটভটিটি খাদ থেকে এখনো উদ্ধার করা হয়নি। ভটভটি উদ্ধার করাসহ ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।

(বিএস/এসপি/মার্চ ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test