E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পলাশবাড়ীতে জোরপূর্বক গাছ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ

২০২৩ মার্চ ০৪ ১৬:৩৪:০৪
পলাশবাড়ীতে জোরপূর্বক গাছ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ

রবিউল ইসলাম, গাইবান্ধা : পলাশবাড়ীতে পেশীশক্তি খাটিয়ে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামে। এ ব্যাপারে গোলজার রহমান ওরফে আঃ রশিদ বাদী হয়ে ৩ ফেব্রুয়ারী পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের গোলজার রহমান ওরফে আঃ রশিদ তার বশতবাড়ীর পাশে ১৯ খতিয়ানের ৬৬১ দাগের জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। উক্ত জমি প্রতিপক্ষ বাসনা বেগমের স্বামী আঃ মালেক জীবিত থাকা অবস্থায় বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলার ৫টি রায় অভিযোগকারী গোলজার রহমান ওরফে আঃ রশিদের পক্ষে আসে। এমতাবস্থায় মৃত মালেক মিয়ার স্ত্রী প্রতিপক্ষ বাসনা বেগম জমিটি তার স্বামীর দাবী করে জমিতে থাকা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি মেহগনি গাছ গোপনে গাছ ব্যবসায়ী খলিলুর রহমানের নিকট বিক্রি করেন। এরই ধারাবাহিকতায় ২ ফেব্রুয়ারী দুপুরে বাসনা বেগমের হুকুমে তার সহযোগী শরিফুল ইসলাম বাহির থেকে লোকজন নিয়ে এসে গাছ কর্তন করতে থাকলে ভূক্তভোগী গোলজার রহমান ওরফে আঃ রশিদ সহ তার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে তাদের জীবনের নাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে গাছ কর্তন করে নিয়ে যায়। বাসনা বেগমের হুকুমে তার সহযোগী শরিফুল ইসলাম ও তার লোকজন বর্তমানে গোলজার রহমান সহ তার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। উক্ত বিষয়ে গোলজার রহমান ওরফে আঃ রশিদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

(আর/এসপি/মার্চ ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test