E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করলেন প্রবাসীর স্ত্র

২০২৩ মার্চ ০৭ ১৭:২৬:১৫
রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করলেন প্রবাসীর স্ত্র

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে প্রকাশ্য জুতাপেটা করেছে জনৈক প্রবাসির স্ত্রী। রবিবার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বাজার এলাকায় এঘটনা ঘটেছে। এঘটনায় চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন এবং সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চেয়ারম্যান চাঁন বলেন, রবিবার সন্ধ্যায় রাণীনগর থেকে মোটরসাইকেল যোগে নিজ এলাকায় ফিরছিলাম। এসময় করজগ্রাম বাজারে পৌছালে স্থানীয় একজন মোটরসাইকেল থামিয়ে ওয়ারিশান কাগজে স্বাক্ষর চান। এসময় মোটরসাইকেল থেকে নেমে কাগজে স্বাক্ষর করার সময় পিছন থেকে ওই নারী জুতা দিয়ে মারপিট করে। এরপর ওই নারী ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনাটি সাথে সাথে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে।

চেয়ারম্যান আব্দুল ওহাদ চাঁন আরো বলেন, ওই নারী বাড়িতে একা থাকেন। এই সুযোগে ওই নারীর বাড়িতে একজন লোক যাওয়া-আসা করে। বিষয়টি প্রতিবেশিদের নজরে আসলে আমাকে জানায়। আমি ওই নারী এবং ওই ব্যক্তিকে নিষেধ করার পর থেকে আমার বিরুদ্ধে নানান মিথ্যে রটনা ছড়ায়। একপর্যায়ে এরই জের ধরে ওই নারী রবিবার সন্ধ্যায় এঘটনা ঘটায়। এঘটনায় রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেছি এবং সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জনৈক প্রবাসীর স্ত্রী বলেন, দীর্ঘদিন আগে থেকে চেয়ারম্যান চাঁন নানা ভাবে আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এছাড়া বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলে আসছে। যা সমাজে টিকে থাকা বা বেঁচে থাকা কঠিন হয়ে পরেছে। আমি তাকে নিষেধ করার পরেও সে শোনেনি। বাধ্য হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু দিন আগে থানায় একটি লিখিত অভিযোগও করেছি। এরপরেও সে এমন অশালীন কথা বলা বন্ধ না করায় অতিষ্ট হয়ে তাকে জুতাপেটা করেছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারপিট করার অভিযোগে রাতেই চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন একটি সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, মারপিটের ঘটনায় সোমবার (৬মার্চ) দুপুরে চেয়ারম্যান চাঁন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(বিএস/এসপি/মার্চ ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test