E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁর বাউল শাহিন

২০২৩ মার্চ ১১ ১৭:৪০:০২
নওগাঁর বাউল শাহিন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বাউল শিল্পী শাহিন। জেলার আত্রাই উপজেলার ভর-তেঁতুলিয়া নিভৃত পল্লীতে তার বাড়ি।তার বাবার নাম মোঃ আব্দুস সামাদ বাবলু। মা বাবা ছাড়াও তার পরিবারে স্ত্রী,ও একটি পুত্র সন্তান রয়েছে। ছোটবেলা থেকেই সে মনের আনন্দে গুন গুন করে গান গাইতো। ধীরে ধীরে কৈশব পেরিয়ে শৈশবে এসে সে গলা ছেড়ে গান গাইতে শুরু করে। এরই মাঝে আত্রাই উপজেলা সদরে রংধনু একাডেমীতে গান চর্চায় যাতায়াত শুরু করে। গানের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। এরই মাঝে বাংলাদেশ টেলিভিষনের গীতিকার ও সুরকার আনিসুর রহমান আনিসের হাত ধরে সে এগুতে থাকে গানের জগতে। বলতে গেলে তার হাতেই তার হাতে খড়ি।

বাউল শাহিন জানায়, গীতিকার আনিসুর রহমানই তার শিক্ষাগুরু। তিনি আমাকে সাহায্য না করলে হয়তো আমার বাউল সাধনা সম্ভব হতো না। তখন থেকেই শাহিন স্থানীয় সংগীত আয়োজনে প্রথম গান গাওয়া শুরু করে। তখন থেকেই আশেপাশের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণাতে গানের জগতে পাকাপোক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এর মাঝে সংসার ও পারিবারিক টানাপোড়েন বহুবার সে ভেবেছিল এই সংগীত জগৎ বুঝি তার জন্য নয়। কিন্তু তার গুরু ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় আজ গান তার জীবনের একটা অংশ হয়ে গেছে।

শাহীনের জীবনে প্রথম টিভি শোঃ-নিজ এলাকায় ও দেশের বিভিন্ন অঞ্চলে গান গেয়ে সুনাম অর্জন করে সে। তার ই ধারাবাহিকতায় হঠাৎ একদিন সু খবর এলো। বাংলাদেশ টেলিভিশন থেকে একটা প্রোগ্রাম পেলো শাহীন। বাংলাদেশের বিখ্যাত সংগীত সম্পাদক হাসান মতিউর রহমানের গন্থ্যনায় ও উপস্থাপনায় রঙের বাজার প্রোগ্রাম করার সুযোগ হয় বাংলাদেশ টেলিভিশনে। শাহিন জানায়, তার সংগীতে আসায় যার নাম না বললেই নয় তিনি হলেন,তার কাছের বড় ভাই খাদিমুল ইসলাম ক্যাপ্টেন ও আসাদ হোসাইন ভাই। উনাদের অনুপ্রেরণা ও সহযোগীতায় আমি এখন বাংলাদেশ বাউল শিল্পি হিসেবে জনপ্রিয়ত পেয়েছি।

আগামীতে বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রামের কথা চলছে। আপনাদের দোয়া ও শুভকামনা পেলে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার আশা রাখি। আর তাইতে আমি সকলের দোয়া প্রার্থী।

(বিএস/এসপি/মার্চ ১১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test