E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নাটোরে দুই বাস চালকের বিরুদ্ধে মামলা

২০১৪ অক্টোবর ২২ ১৮:৫১:২৬
নাটোরে দুই বাস চালকের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামের রেজুর মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানীর ঘটনায় কেয়া পরিবহন ও অথৈই পরিবহনের দুই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহবুব হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি দায়ের করেন। মামলায় দুর্ঘটনায় নিহত অথৈই পরিবহনের চালক আলম ও কেয়া পরিবহনের চালক নাদিমকে আসামী করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে চালকদ্বয় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ৩৩ জন যাত্রির প্রাণহানি ও শতাধিক যাত্রিকে আহত করা হয়েছে।

বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

(এমআর/এএস/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test