E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

২০২৩ মার্চ ১৭ ১৬:৪৫:০৩
নওগাঁয় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : যথাযোগ্য মর্যদায় নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৩ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ পালিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। পরে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক রাশেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন

পরে সাংস্কৃকি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং জেলা শিশু একাডেমি ও সরকারি গণ গ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসময় সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/মার্চ ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test