E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে দুই পুলিশসহ আহত ১০

২০২৩ মে ০৯ ১৯:১৮:৫৮
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে দুই পুলিশসহ আহত ১০

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার পাকদী এলাকায় সোমবার (৮ মে) রাত সারে ৯টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দুই পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাকদী এলাকার জামাল মৃধার সাথে শাহাদাৎ হাওলাদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দেশীয় অস্ত্র¿ নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এছাড়াও উভয় পক্ষের ২০টিরও বেশি বসতঘর ও দোকানপাট ভাংচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষে দুই পুলিশসহ আহত হয়েছে ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ রেখা বেগম বলেন, হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায়। বাঁধা দিলে তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, জামাল মৃধার সাথে শাহাদাৎ হাওলাদারের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। রাতে তাদের লোকজনের মাঝে একটি অনুষ্ঠান থেকে পাওয়া টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে কথার কাটাকাটি হয়। পরে অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই দুইপক্ষের ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

(এএসএ/এসপি/মে ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test