E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুবর্ণচরে মসজিদের ইমামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৩ মে ১২ ১৯:৪৫:৪৪
সুবর্ণচরে মসজিদের ইমামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে রমজান আলী সারেং জামে মসজিদের ইমাম মৌলভী মোঃ মাঈন উদ্দিনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১২ মে (শুক্রবার) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সামনে অবস্থিত রমজান আলী সারেং জামে মসজিদ মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে মসজিদ কমিটি, নূরাণী বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী ও এলাকাবাসী।

বসুর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় ও রমজান আলী সারেং জামে মসজিদের সভাপতি আলী আকবর আলী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু্ল কালাম আজাদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৭ নং ওয়ার্ড মেম্বার নুরুল আমিন, চরক্লার্ক দাখিল ইসলামিয়া মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোঃ রেজোয়ানু্রর বারী, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুর উল্যাহ, রমজান আলী সারেং জামে মসজিদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সেলিম।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক বেলাল উদ্দিন, সাহাদত হোসেন, মাওলানা নুর উদ্দিন, মাওলানা মাইন উদ্দিন, জামাল উদ্দিন , হাবিব উল্যাহ বাহার, ইব্রাহিম মেম্বার, জামাল উদ্দিন মালুম, একরাম মাষ্টার প্রমুখ।

পরে অতিথিরা মসজিদ কমিটির পক্ষ থেকে বিদায়ী ইমামকে ১ লক্ষ টাকা প্রদান করেন।

(আইইউএস/এএস/মে ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test