E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঘোড়াঘাটে স্বামীর নির্যাতনে গৃহবধূ মৃত্যুর অভিযোগ

২০২৩ মে ১৩ ১৫:৪৫:০৯
ঘোড়াঘাটে স্বামীর নির্যাতনে গৃহবধূ মৃত্যুর অভিযোগ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে মনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ মে) রাত আনুমানিক ১১টায় ঘোড়াঘাট উপজেলার নারায়ণপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির।

নিহত মনিরা খাতুন ঘোড়াঘাট উপজেলার দওগ্রাম-ভূতগাড়ী গ্রামের আব্দুল মমিন মিয়ার মেয়ে। অন্যদিকে স্বামী সাখাওয়াত মিয়া (৩২) একই উপজেলার নারায়ণপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মনিরা খাতুন ও সাখাওয়াত মিয়ার। তাদের কোলজুড়ে চার বছর বয়সি একটি ছেলেসন্তান আছে। তাদের মাঝে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

এ নিয়ে কয়েকবার পারিবারিক সালিশ হয়েছে। শুক্রবার রাতে এই দম্পতির নতুন ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে প্রচণ্ড মারধর করে স্বামী সাখাওয়াত। ফলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে মনিরা খাতুন। আর জ্ঞান ফিরেনি মনিরার। পরে প্রতিবশীরা তাকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া আফরিন জানান, শুক্রবার রাত ১১টার সময় মনিরা খাতুনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার কপালে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি তার শরীরের ভেতরে রক্তক্ষরণ হয়েছে। সে কারণে মৃত্যু হতে পারে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ নিয়ে থানায় কেউ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এসএএস/এএস/মে ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test