E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া নারীদের ক্ষমতা বাস্তবায়ন সম্ভব নয়'

২০২৩ মে ১৪ ১৫:১৩:৪৬
'রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া নারীদের ক্ষমতা বাস্তবায়ন সম্ভব নয়'

শাহ্ আলম শাহী, দিনাজপুর : 'রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া নারীদের ক্ষমতা বাস্তবায়ন সম্ভব নয়। কাগজ-কলমে থাকলে বাস্তবে তৃর্ণমুল পর্যায়ে এখনো রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর সম্পৃক্তা সম্ভব হয়নি। বরাদ্দের ক্ষেত্রেও নারী জনপ্রতিনিধিরা বঞ্চিত। এ ক্ষেত্রে একমাত্র উত্তরণের পথ জনসচেতনতা, সুশীল সমাজের অগ্রভূমিকা, সম্পৃক্ততা ও রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের সম্পৃক্তকরণ।'

রবিবার (১৪ মে) দিনাজপুরে 'নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকবৃন্দের সম্পৃক্তকরণ' বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

ডেমক্রেসিওয়াচ ও অপরাজিতা বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শাহী, সহ-সাধারণ সম্পাদক রতন সিং, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাশ ঝন্টু, সাংস্কৃতিক সম্পাদক ফখরুল হাসান পলাশ, নির্বাহী সদস্য খাদেমুল ইসলাম চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, কাহারোল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়ক মো.কামরুজ্জামান, ডিবিসির জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমান, বাসসের জেলা প্রতিনিধি রোস্তম আলী মন্ডল, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মাসুদ রেজা হাই অন্যরা।

অনুষ্ঠানে তৃর্ণমুল পর্যায়ের নারী নেত্রী, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ ৩০ জন অংশ নেয়।

(এসএএস/এএস/মে ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test