E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেন্দুয়া উপজেলা সমিতির সভাপতি পান্না, সম্পাদক হাসনাত, কোষাধ্যক্ষ শাহরিয়ার

২০২৩ মে ১৪ ১৮:৫২:০৭
কেন্দুয়া উপজেলা সমিতির সভাপতি পান্না, সম্পাদক হাসনাত, কোষাধ্যক্ষ শাহরিয়ার

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির সম্মেলনে বিনা প্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক অতিরিক্ত সচিব প্রয়াত খোন্দকার আব্দুল হক মিয়ার সুযোগ্য কন্যা পরিকল্পনা মন্ত্রনালয় মানব সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এডভোকেট আবুল হাসনাত। 

এছাড়া ঢাকা জজ কোর্টের বিশিষ্ট তরুণ আইনজীবি এডভোকেট শাহরিয়ার কবির মোশারফকে কোষাধ্যক্ষ নিযুক্ত করে ২৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ মে শনিবার ঢাকা কাকড়াইলের আইডিবি ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকার প্রধান উপদেষ্ঠা ও সার্চ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ সাইদুর রহমান মানিক।

এসময় সার্চ কমিটির অপর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও অতিরিক্ত সচিব ফারুক আহমেদ এবং সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম ভূঞা। সার্চ কমিটির আহবায়ক সকলের মতামতের ভিত্তিতেই সভাপতি হিসেবে মাহবুবা পান্না এবং সাধারন সম্পাদক হিসেবে এডভোকেট আবুল হাসনাতের নাম ঘোষনা করেন।

কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকার নব নির্বাচিত সভাপতি সম্পাদক সহ কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারন সম্পাদক সাংবাদিক মাঈন উদ্দিন সরকার রয়েল ও যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক শাহ্ আলম তালুকদার।

তারা আশা প্রকাশ করে বলেন, কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকা একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। এই সংগঠন কেন্দুয়াবাসীর কল্যানে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করে কেন্দুয়াকে সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিক নির্দেশনা ও পরামর্শ দেবে।

(বিএস/এসপি/মে ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test