E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

২০২৩ মে ১৬ ১৬:৩৩:৪৮
কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় লিমা (৩৫) নামে এক নারী ও তার মেয়ে অনু (৩) মারা গেছে। ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১৩ মে মেয়ে এবং রবিবার ১৪ মে মায়ের মৃত্যু হয়। আরও ২ জন অগ্নিকান্ডে পুড়ে গুরুতর অবস্থায় রয়েছে। এদের মধ্যে ১ জন নিহত মহিলার দেবর ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছে। আর অপরজন লিমার শাশুড়ি মোছাঃ শিউলি কুষ্টিয়ায় চিকিৎসাধীন রয়েছে।

গতকাল সোমবার ৯ মে বিকাল ৫ টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ১ নং মসজিদ বাড়ি লেনের একটি বাসায় এই ঘটনাটি ঘটেছে। নিহতের স্বামীর নাম মোঃ সোহেল। সে কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের আড়ুয়াপাড়ার বাসিন্দা। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক আহমেদ বলেন, আমার ওয়ার্ডে এটি একটি মর্মান্তিক ঘটনা। মোট ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। মা ও মেয়ে মারা গিয়েছে। দেবর ও শাশুড়ি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, সোহেলের ছোট ভাই কাজ শেষে বাসায় এসে দেখে গ্যাসের চুলা দিয়ে গ্যাস বেরোনোর শব্দ হচ্ছে। এ সময় এনামুল গ্যাসের চুলা বন্ধ করতে যেয়ে চুলা অন করে ফেলে। এতে আগুন ধরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেখানে থাকা ৪ জনই অগ্নিকান্ডে গুরুতর অগ্নিদগ্ধ হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাটি ঘটেছে। এতে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ে মারা গেছে। তিনি আরও বলেন সোহেল মা বউ ও ভাইকে নিয়ে আড়ুয়াপাড়ার এ বাসায় ভাড়া ছিল, সোহেল ও তার ভাই এনামুল ইলেকট্রিকের কাজ করতো। গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনাটি সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার বিবরণ শুনে অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌছানোর আগেই আহতের অটোরিকশায় করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ড ইউনিটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মা ও মেয়ে মৃত্যুবরণ করে।

(এমজে/এসপি/মে ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test