E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তজুমদ্দিনে জিওব্যাগ ডাম্পিংয়ে গড়িমসি, হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি

২০২৩ মে ২০ ১৯:২৪:৩৯
তজুমদ্দিনে জিওব্যাগ ডাম্পিংয়ে গড়িমসি, হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি

চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনের কেয়ামূল্যা পাঁচ নম্বর সাইট এ জিও ব্যাগ ডাম্পিং এর কাজ দেরিতে শুরু করায় মেঘনা নদীতীরবর্তী ভূখণ্ড ক্রমশ তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্যা গ্রামের সহস্রাধিক অধিবাসী। গত দু'মাসের অব্যাহত ভাঙনে শতাধিক ঘরবাড়ি এখন ভাঙনের ঝুঁকিতে।

এলাকাবাসীর অভিযোগ দেড়মাস আগে পার্শ্ববর্তী ছয় নম্বর সাইট ও সোনাপুর ইউনিয়নের দুই ও তিন নম্বর সাইটে কাজ শুরু হলেও কেয়ামূল্যা পাঁচ নম্বর সাইটে কোন জিওব্যাগ ডাম্পিং শুরু হয়নি। কোথাও একশত ফিটের অধিক জায়গা নদীতে বিলীন হয়েছে। এতে উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে দিনাতিপাত করছে এ এলাকার অধিবাসীরা।

পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটের সর্বমোট চৌদ্দ কিলোমিটার নদীতীর জিওব্যাগ ডাম্পিং এর ওয়ার্ক অর্ডার থাকায় ইতোমধ্যেই বিভিন্ন সাইটে কাজ শুরু হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বিজে জিওটেক্সটাইল লিমিটেডের লোকবল ও বার্জ স্বল্পতায় পাঁচ নম্বর সাইটের কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। অবিলম্বে এ সাইটে কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ।

(সিআর/এসপি/মে ২০, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test