E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী ধর্মগড় এলাকা ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা

২০২৩ মে ২০ ২০:৪৪:৪৭
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী ধর্মগড় এলাকা ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী ইউনিয়না ধর্মগড়কে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।

মাঠ পর্যায়ে কাজ করে বেসরকারি সংস্থা ইএসডিও ও আইএলও এর সহযোগিতায় শনিবার দুপুরে ধর্মগড় ইউনিয়ন পরিষদ হলরুমে এ ঘোষণা দেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম ।

এ সময় ঝুকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত ছয় শিশু শিক্ষার্থীদের একটি করে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়। নতুন ব্যাগ পেয়ে তারা উচ্ছাস প্রকাশ করেন।

নতুন করে স্কুলে যোগ দেওয়া মিলন নামের এক শিক্ষার্থীর মা জানায়, আমার ছেলে নিয়মিত স্কুলে যেতে চাইতো না। এক পর্যায়ে সে ঝুকিপূর্ণ কাজে যোগ দেয়। পরে ইএসডিও'র এক আপা এলাকার মুরুব্বীদের নিয়ে আমার ছেলেকে আবারো স্কুলে পাঠায় এবং এখন সে নিয়মিত স্কুলে যায়।

এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার শিক্ষক তোফাজ্জল সরকার, জানে আলম, সমাজসেবক গোলাম রব্বানিসহ ওই ইউনিয়নের শতাধিক ব্যক্তি।

(এফআইাআর/এএস/মে ২০, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test