E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

২০২৩ মে ২১ ০০:৫০:১৫
১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার : প্রায় ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২০ মে) রাত পৌনে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ।

তিনি বলেন, রাত ৮টার আগে সিলেটমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে এসেছে।

এর আগে শনিবার ভোর ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ দুর্ঘটনার পর কুলাউড়া, আখাউড়া ও ঢাকা থেকে তিন রিলিফ ট্রেন এসে ১৫ ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

এদিকে, সিডিউল বিপর্যয়ের কারণে ঢাকা-সিলেটের মধ্যে যাতায়াতকারী চারটি ট্রেনের যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়েছে রেলওয়ে বিভাগ।

(ওএস/এএস/মে ২১, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test