E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুই চোর আটক

ঈশ্বরদীতে ট্রেনের তেল চুরির অভিযোগে দুই চালক সাময়িক বরখাস্ত 

২০২৩ মে ২১ ১৮:৩৫:৪৭
ঈশ্বরদীতে ট্রেনের তেল চুরির অভিযোগে দুই চালক সাময়িক বরখাস্ত 

ঈশ্বরদী প্রতিনিধি : রেলওয়ের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় ঈশ্বরদীতে দুই জনকে আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রেন চালক (এলএম) তারিক আজাদ ও সহকারি চালক (এএলএম) শাহীন রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেল নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন তিনকোণা পুকুর এলাকায় রেলের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ৫০ লিটার তেল চুরির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা দুই চোরকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আকতার আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ছামিউল আলমের ছেলে আলিফ মিয়া (১৮)।

গোয়েন্দা শাখার সদস্যরা জানান, গভীর রাতে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঈশ্বরদী অভিমুখে লোকোমোটিভ ইঞ্জিনটি আসছিল। ইঞ্জিনটি (৬৫৩২) ঈশ্বরদীর তিনকোণা পুকুর এলাকায় থামিয়ে ইঞ্জিন থেকে তেল পাচার করার সময় ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (গোয়েন্দা) সদস্যরা হাতেনাতে তেল ও চোরদের আটক করে। এসময় তাদের কাছ থেকে চটের বস্তার ভেতর ৫০ লিটার তেল উদ্ধার হয়।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল জানান, অভিযুক্ত ট্রেন চালক তারিক আজাদ ও সহকারি চালক শাহীন রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ফুয়েল) গোলাম মোস্তফাকে আহবায়ক করে তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, 'তেল চুরির ঘটনায় দুই জন দু’জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা নথিভুক্ত হয়েছে।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ট্রেনচালক ও সহকারি চালককে বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

(এসকেকে/এসপি/মে ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test