E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাসরিন হত্যার ৩৬ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার

২০২৩ মে ২২ ১৮:২২:২১
নাসরিন হত্যার ৩৬ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া শিমা ডাইংয়ের পাশে ফাঁকা বালুর মাঠে একজন গৃহবধূ হত্যা মামলার ৩৬ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন সহ মূল আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার)।

গ্রেফতারকৃত আসামি মোঃ কমল ওরফে কুদ্দুস (৩৩) কুড়িগ্রাম জেলার উলিপুর থানা দিন চিলমারী পূর্বপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।

এ সময় পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তি সহযোগিতা ও সকলের প্রচেষ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি কমলা রফিক কুদ্দুস কে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয়। অভির উদ্দিন(৩৫) নামে আরেক আসামি পলাতক রয়েছে। তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃত আসামী জানায় যে, গত ১৯ মে রাতে সে ও অভির উদ্দিন সহ থানার পাংখা শাহ মাজারে সাপ্তাহিক ওরশে গান শুনতে যায়। ওরশের গান শেষে রাতে নাসরিন অন্তার (৪০) এর সাথে পরিচয় হয় ও এক সাথে চা পান করানোর কথা বলে তালতলা খালপাড় বালুর মাঠে নিয়ে যায়। এরপর কমলের গলায় থাকা লালসালু কাপড় দিয়ে হাত বেঁধে এবং ভিকটিমের গায়ের ওড়না দিয়ে দুই পা বেঁধে লালসালু দিয়ে ভিকটিমের গলায় পেটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে কমল ও অভির উদ্দিন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সিদ্ধিরগঞ্জ থানাধীন ভাড়া বাসায় এসে উভয়ই গ্রামের বাড়িতে চলে যায়। আসামী কমলকে গ্রেফতারের পরে তার দেওয়া স্বীকারোক্তির মতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও ঘটনার সময় আসামীর পরিহিত সাদা লুঙ্গি ও গেঞ্জি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উল্লেখ্য গত ইং ১৯ মে সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া শিমা ডাইংয়ের পাশে ফাঁকা বালুর মাঠে একজন অজ্ঞাত মহিলার মৃত দেহ হাত ও পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এই হত্যার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নিহত নাসরিন আক্তারের বাবা আশরাফ দেওয়ান বাদী হয়ে এজহার দায়ের করেন যার প্রেক্ষিতে সিদ্দিরগঞ্জ থানার মামলা নং- ৪৪ তাং-১৯/০৫/২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

নিহত নাসরিন আক্তার (৪০) সিদ্ধিরগঞ্জ থানাধীন গুডনাইট চেয়ারম্যান বাড়ি এলাকার নয়ন মিয়ার স্ত্রী।

(এস/এসপি/মে ২২, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test