E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করার প্রতিবাদে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

২০২৩ মে ২২ ২৩:১১:৫৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করার প্রতিবাদে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করার প্রতিবাদে ও হত্যার হুমকির নিন্দা জানিয়ে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বেড় হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা ঘুরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা।

সমাবেশে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বক্তব্য প্রদানকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা বলেন, বার বার এই স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আসছে। আমরা কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলী, যুবমহিলালীগ ও মহিলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজপথে আছি রাজপথেই থাকব। তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

(এসবি/এএস/মে ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test