E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরগুনা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০২৩ মে ২৩ ১৯:১৪:১৩
বরগুনা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আসাদ সবুজ, বরগুনা : বাংলাদেশ আওয়ামি লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরগুনা জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৩ মে) বিকেল সাড়ে চারটায় বরগুনা নদী বন্দর এর সামনে থেকে শুরু করে পৌর শহর প্রদক্ষিণ করে আবার নদী বন্দরের সামনে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কার্যক্রম শেষ করে তারা।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানে নেতৃত্বে সহস্রাধিক ছাত্র লীগ নেতা কর্মী শ্লোগানে শ্লোগানে মুখরিত করে বরগুনা পৌর শহর।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা সভাপতিত্বে প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধসহ দেশের বিভিন্ন দুর্যোগ কালিন সময় বাংলাদেশ ছাত্রলীগ সক্রিয় ভুমিকা পালন করে আসছে। সেই বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি দাতাকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি ও বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি দাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এমন কোন অপশক্তি নেই যে আমাদের প্রিয় মমতাময়ী নেত্রীকে স্পর্শ করে, বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার পাশে আছে, পাশে থাকবে। আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ সদা জাগ্রত আছে ইনশাআল্লাহ।

(এএস/এএস/মে ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test