E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধুর জুলিও কুঁরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা

২০২৩ মে ২৩ ১৯:৪৫:৩৬
বঙ্গবন্ধুর জুলিও কুঁরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির প্রতীক “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওযামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারন সম্পাদক আমির হামজা বক্তব্য রাখেন।

এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তির দূত মনোনিত করে “জুলিও কুঁরি” পদক দেয়া হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান বক্তারা।

এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া, কাশিয়ানী টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(টিবি/এসপি/মে ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test