E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদসহ পাঁচ জনের নামে মামলা

২০২৩ মে ২৪ ১৫:১৮:৫১
রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদসহ পাঁচ জনের নামে মামলা

রাজবাড়ী প্রতিনিধি : রাজশাহীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ মানহানীকর বক্তব্য দেওয়ায় অভিযোগ এনে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বিএনপি নেতাদের নামে মামলা করেছেন। 

বুধবার (২৪ মে) সকালে রাজবাড়ী ২ নং আমলী ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফাসহ অজ্ঞাত আরও ৩০ জন।

মামলার বাদি রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু বলেন, ১৯ মে রাজশাহী জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উসকানিমূলক এবং মানহানীকর বক্তব্য দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অবিলম্বে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রাজবাড়ী বার অ্যাসিয়েশনে আইনজীবী (জিপি) আনোয়ার হোসেন বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন।

আদালতে মামলা দায়েরের সময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য অপধ্যাপক নজরুল ইসলাম খান, হারুন-অর রশিদ মানিক, বিএম এহতেশাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এনায়েত শেখ উপস্থিত ছিলেন।

(এমজি/এএস/মে ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test