E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পার্বতীপুরে মাদরাসার তিনতলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

২০২৩ মে ২৪ ১৫:২২:০৬
পার্বতীপুরে মাদরাসার তিনতলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে মাদরাসার তিনতলা ভবন থেকে পড়ে মো. শাওন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের শাসালপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।
মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত শাওন মোস্তফাপুর ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদরাসায় নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল। পড়াশোনা শেষ করে রাত সাড়ে ১০টার দিকে তিনতলায় খাবারের রুমে যাওয়ার আগে হাত ধোয়ার জন্য যায়। যাওয়ার পথে সময় পা পিছলে তিনতলা থেকে নিচে পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে রাতে দুই ইউনিয়নের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিষয়টি আলোচনা করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল হাসনাত হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি জেনেছি।কারো কোন অভিযোগ না থাকায় আইনগত কোন পদক্ষেপ নেয়া হয়নি।

(এসএএস/এএস/মে ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

১২ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test