E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নবীনগরে ইউএনওকে চারমাসে দুইবার বদলী

তৃতীয় দফায় নতুন কর্মস্থলে যোগ দিতে কঠোর নির্দেশের পর চতুর্থ দফায় সেই আদেশ ফের বাতিল

২০২৩ মে ২৪ ১৭:০৮:৪১
তৃতীয় দফায় নতুন কর্মস্থলে যোগ দিতে কঠোর নির্দেশের পর চতুর্থ দফায় সেই আদেশ ফের বাতিল

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : চার মাসের ব্যবধানে দুই দুইবার বদলীর অর্ডার হওয়ার পরও, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নতুন কর্মস্থলে যোগদান না করায়, আগামিকাল ২৫ মে'র মধ্যে বদলী হওয়া নতুন কর্মস্থলে যোগদান করার জন্য কঠোর নির্দেশনা দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সেই প্রজ্ঞাপন জারির ২৪ ঘন্টার মধ্যেই পুনরায় নতুন কর্মস্থলে যোগ দেয়ার কঠোর আদেশটি ফের বাতিল করা হয়েছে। ওই আলোচিত  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম একরামুল ছিদ্দিক। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কর্মরত রয়েছেন।

জানা যায়, সর্বশেষ গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব 'কানিজ ফাতেমা'র স্বাক্ষরযুক্ত এক প্রজ্ঞাপনে একরামুল ছিদ্দিকের নতুন কর্মস্থলে যোগদানের আদেশটি বাতিল করা হয়। এর আগে গত ১৭ মে একই ব্যক্তির স্বাক্ষরযুক্ত অনুরূপ এক প্রজ্ঞাপনে আগামিকাল ২৫ মে'র মধ্যে বর্তমান কর্মস্থল (নবীনগর) থেকে একরামুল ছিদ্দিক অবমুক্ত হবেন বলে আদেশ দেয়া হয়েছিল। অন্যথায়, আগামিকাল ২৫ মে অপরাহ্নে তাৎক্ষণিকভাবে একরামুল ছিদ্দিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন বলেও কঠোরভাবে ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিলো।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নবীনগরের বিভিন্ন মহলে এখন আলোচনার ঝড় বইছে।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে ও সংশ্লিষ্ট প্রশাসন সুত্রে জানা যায়, ২০২০ সালের ৬ অক্টোবর নবীনগর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দেন পাশ্ববর্তী মুরাদনগরের অধিবাসী একরামুল ছিদ্দিক। এরপর প্রায় দুই বছর পর ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর তাঁকে রাঙ্গামাটির বরকল উপজেলায় বদলী করে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে ২০২২ সালের ৬ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থল বরকলে যোগদান করতে তাঁকে নির্দেশ দেয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে তিনি তখন তাঁর নতুন কর্মস্থল বরকলে যোগ দেননি। এর ঠিক চারমাস পর পুনরায় আরেকটি প্রজ্ঞাপন জারি করে তাঁকে চলতি ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 'এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট' হিসেবে দ্বিতীয়বার বদলী করা হয়। কিন্তু দ্বিতীয়বারও তিনি তাঁর নতুন কর্মস্থলে (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) যোগ না দিয়ে অজ্ঞাত কারণে নবীনগরেই গত সাড়ে তিনমাসের বেশী সময় ধরে স্বীয় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

এ অবস্থায় গত ১৭ মে আবারও আকস্মিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তৃতীয়বারের মতো কানিজ ফাতেমার স্বাক্ষরযুক্ত আরেকটি প্রজ্ঞাপন জারি করে আগামিকাল ২৫ মে'র মধ্যে তাঁর নতুন কর্মস্থল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 'এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট' হিসেবে যোগ দিতে তাঁকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়। ওই নির্দেশের পর এবার সেটিও বাতিল করা হলো।

এ বিষয়ে উত্তরাধিকার ৭১ নিউজের পক্ষ থেকে কথা বলতে আজ বুধবার দুপুরে ইউএনও একরামুল ছিদ্দিকের মুঠোফোনে কল দেয়া হলে, তিনি কল রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য নেয়া যায়নি।

(জিডি/এসপি/মে ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test