E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমি নিয়ে বিরোধ

শ্যামনগরে এক নারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম, দুই সহোদর গ্রেপ্তার

২০২৩ মে ২৪ ১৮:১৫:৫৪
শ্যামনগরে এক নারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম, দুই সহোদর গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় পুলিশ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সকালে তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামের হরেন্দ্রনাথ মন্ডলের ছেলে রঞ্জনমন্ডল ওরফে বাবু (৩৭) ও তার ভাই দেবুরঞ্জন মন্ডল (৩৩)।

মামলার বিবরণে জানা যায়, বাধঘাটা গ্রামের রাধাকান্তমন্ডল ১৯৬৮-১৯৬৯ সালে যুধিষ্ঠির মন্ডলের বকেয়া খাজনার দায়ে নিলাম হওয়া ৫৯ শতক জমি কেনেন। ওই জমির একাংশ নিজেদের দাবি করে আসছিলেন হরেন্দ্রনাথ মন্ডল, পতিরামমন্ডল ও সন্ন্যাসী মন্ডলসহ তাদের কয়েকজন শরীক। জমি দখলে নিতে প্রতিপক্ষরা সম্প্রতি ইউপি সদস্য এসকে সিরাজকে ভুল তথ্য দিয়ে ২৩ জনের পরিবর্তে তিনজনকে ওয়ারেশ দেখিয়ে ত্রুটিপূর্ণ ওয়ারেশকাম গ্রহণ করে উপজেলা সহকারি কমিশনারের(ভূমি) মাধ্যমে তাদের (রাধাকান্ত) নামপত্তন বাতিলের চেষ্টা করে। গত ২৯ মার্চ রঞ্জন মন্ডল, দেবু মন্ডলসহ তাদের শরীকরা ওই জমিতে জোরপূর্বক মাটি ভরাট করতে গেলে বাধা দেওয়ায় সুভাষমন্ডল ও তার মা সবিতা রানী মন্ডলকে পিটিয়ে জখম করে। ৯৯৯ এ ফোন করায় পুলিশ তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জমি জবরদখলের চেষ্টার ধারাবাহিকতায় প্রতিপক্ষ রঞ্জনমন্ডল কাল্পনিকভাবে জমি দাবি করে গত ২ এপ্রিল সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৭৩৫/২৩ নং পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশ অনুযায়ি সহকারি উপপরিদর্শক মনিরুল ইসলাম উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে যান। রাধাকান্ত মন্ডলের নিলাম নামা জাল উল্লেখ করে রঞ্জন মল্ডল বাদি হয়ে গত ১৫ এপ্রিল সাতক্ষীরা সদর আমলী আদালতে সিআর -৩৬৪/২৩ নং মামলা করেন রাধাকান্ত মন্ডল, তার ছেলে সুভাষমন্ডল ও নাতি উজ্জ্বল সরকারের নামে। বিচারক আগামি পহেলা আগষ্টের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের অপরাধ তদন্ত ও গোয়েন্দা বিভাগের সাতক্ষীরা শাখার কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপরও জমি দখলের হুমকি দেওয়ায় রাধাবান্তমন্ডল বাদি হয়ে গত ১৯ মে শ্যামনগর থানায় ১০৬৩ নং সাধারণ ডায়েরী করেন।

মামলার বিবরণে আরো জানা যায়। আদালতের নির্দেশ অমান্য করে রঞ্জন মন্ডল, দেবু মন্ডল, সন্ন্যাসী মন্ডল, নিমাই মন্ডল, তাপস মন্ডলসহ কয়েকজন ওই জমির একাংশে মঙ্গলবার সকালে জোরপূর্বক ঘর বানাতে গেলে সুভাষ মন্ডলের স্ত্রী বাধা দেয়। এ সময় রঞ্জন মন্ডল, দেবুরঞ্জনসহ কয়েকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, স্ত্রী নীলা রানী মন্ডলকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় বাদঘাটা গ্রামের সুভাষমন্ডল বাদি হয়ে রঞ্জন মন্ডল, দেবুরঞ্জন মন্ডলসহ পাঁচজনের নাম উল্লেখ করে বুধবার থানায় একটি মামলা (৫১ নং) দায়ের করেছেন। রঞ্জন ও দেবুকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/মে ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test