E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় সাতক্ষীরায় মামলা

২০২৩ মে ২৫ ১৫:১৭:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় সাতক্ষীরায় মামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) বাদি হয়ে আজ বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর মামলটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, গত ১৯ মে শুক্রবার রাজশাহীর পুটিয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায়“ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে ও পদত্যাগ করার জন্য যা করার দরকার তাই করা হবে” বলে মন্তব্য করেন। স্বাধীন দেশের নির্বাচিত সরকার প্রধানকে এভাবে হত্যার হুমকি দেশ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর।

মামলায় জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ ১১ জনকে সাক্ষী করা হয়েছে। সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/মে ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test