E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ

২০২৩ মে ২৬ ১৮:৫৫:৩৭
টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার শোলাকুড়া নামক স্থানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি-দক্ষিণ) হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৫ মে) দিনগত গভীর রাতে এসআই রায়েজ উদ্দিনের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে শোলাকুড়া নামকস্থানে অভিযান চালায়।

অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি পিকআপ রেখে পালিয়ে যায়। পরে ওই পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার ও পিকআপভ্যানটি জব্দ করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রায়েজ উদ্দিন বাদি হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

(এসএম/এসপি/মে ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test