E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপনে গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজন  

২০২৩ মে ২৭ ১৮:১১:৪৬
বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপনে গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজন  

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল রবিবার গোপালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ আয়োজন করা হয়েছে। 

জেলা প্রশাসন এসব অনুষ্ঠান মালার আয়োজন করেছে। এ দিন সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম শ্রদ্ধা নিবেদন করে এই আনন্দ আয়োজনের শুভ সূচনা করবেন।

এরপর গোপালগঞ্জ শহরের সুইমিং পুল এ্যান্ড জিমনেশিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্প থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। সেখানে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।

বিকাল ৩ টায় এই উপলক্ষে শহরে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে গিয়ে শেষ হবে।

পরে সেখানে অনুষ্ঠিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা।

আলোচনাসভা শেষে শহরের শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট।
এই কনসার্টে নিশিতা বড়ুয়া, মিনার আহমেদ ও শিরোনামহীন ব্যান্ড দল সংগীত পরিবেশন করবে।
বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ওই স্টেডিয়ামে এই কনসার্ট চলবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এসব তথ্য জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে এসব আনন্দ ও সেবাধর্মী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়ছে। উৎসব মুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ জেলার মানুষ এসব অনুষ্ঠানে অংশ নেবেন। সবার অংশ গ্রহনে এই আয়োজন সার্থক হয়ে উঠবে।

(টিবি/এসপি/মে ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test