E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাকিস্তান না গেলে জেলে যেতে হবে, গয়েশ্বরকে মাহমুদ আলী 

২০২৩ মে ২৭ ১৮:৩৩:১৮
পাকিস্তান না গেলে জেলে যেতে হবে, গয়েশ্বরকে মাহমুদ আলী 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, কিছুদিন আগে বিএনপি নেতা গয়েশ্বর বাবু বলেছেন বাংলাদেশ নাকি হঠাৎ হয়েছে। তিনিও পাকিস্তানে যেতে চান। যেতে পারে আমাদের কোন অসুবিধা নেই। আর পাকিস্তান না গেলে জেলে যেতে হবে। সে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে।

তিনি আরো বলেন, জেলে থাকেন, দেখেন, জেলখানা কেমন লাগে? এর আগে ফখরুল সাহেব বলেছেন পাকিস্তান নাকি ভালো ছিল। আপনাকে পাকিস্তান যদি ভাল লাগে, তাহলে সেখানে চলে যান।

শনিবার (২৭ মে) বিকেল ৫টায় দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল ও ঘরের চাবি হস্তান্তর এবং শিক্ষাবৃত্তির টাকা প্রদান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে ভেড়া বিতরণ, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয় "স্কুলে দুধ পান" প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলার পাকেরহাট সরকারি কলেজ সংলগ্ন দৃশ্যমান কইনাডুবি ব্রীজটি পরিদর্শন ও টংগুয়া কুমারপাড়ায় উপোবালা পরিবারকে উপজেলা পরিষদ কর্তৃক ঘরের চাবি হস্তান্তর করেন।

(এস/এসপি/মে ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test