২ ও ৩ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লায়
বাংলা সংস্কৃতি বলয়ের জমজমাট আসর ‘বিশ্ব সম্মেলন’

গৌরাঙ্গ দেবনাথ অপু, কুমিল্লা থেকে ফিরে : শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি খ্যাত কুমিল্লায় আগামি ২ ও ৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে, দুইদিন ব্যাপী বাংলা সংস্কৃতি বলয়ের এক জমজমাট আসর ‘বিশ্ব সম্মেলন’।
আলোচিত ও ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গণের সর্বত্র এখন বইছে আনন্দধারা। এর সঙ্গে যুক্ত সকল কলা কুশলীরাও রয়েছেন বেশ আনন্দিত, উচ্ছ্বসিত।
সম্মেলনটিকে সব দিক থেকে প্রাণবন্ত ও সফল করতে ‘বাংলা সংস্কৃতি বলয়’ এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলেরই এখন নির্ঘুম রাত কাটছে।
আয়োজকরা মনে করছেন, প্রথমবারের মতো অনুষ্ঠেয়ে এ বিশ্ব সম্মেলনটিকে ঘিরে দীর্ঘদিন পর আবারও সংস্কৃতির আবাসভূমি এ কুমিল্লায় আন্তর্জাতিক মানের শিল্পী, সাহিত্যিক, বুদ্বিজীবী, পন্ডিত, মুক্ত মনা সংস্কৃতি মনস্কদের উপস্থিতিতে এবং স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সম্মেলনটি সংস্কৃতির এক মিলন মেলায় পরিণত হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, 'সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্বজুড়ে' এমন একটি শ্লোগানকে সামনে রেখে এই প্রথমবারের মতো অনুষ্ঠেয় 'বাংলা সংস্কৃতি বলয়' এর দুইদিন ব্যাপী এ বিশ্ব সম্মেলন আগামি ২ জুন শুক্রবার উদ্বোধন হতে যাচ্ছে।
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে (টাউনহল) শুক্রবার বিকেল ৪টায় 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থেকে এ বিশ্ব সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে, এম খালিদ এমপি। তবে পরদিন ৩ জুন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠেয় এ বিশ্ব সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য (কুমিল্লা-৬) বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এদিকে দুইদিনের এই নান্দনিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্যের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবী, ভারতের আগরতলা পুরসভার মেয়র দীপক মজুমদার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পু্লিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি নাজমুল হাসান পাখী।
আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলনে কুমিল্লার বাইরে থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও ভারত হতে প্রায় ২০০ জন প্রতিনিধি যোগ দেবেন। যাঁদের মধ্যে ভারতের ত্রিপুরা, পশ্চিম বঙ্গ, আসামসহ সেই দেশের বিভিন্ন রাজ্য থেকে কমপক্ষে ৮৫ জন 'প্রতিনিধি' এ বিশ্ব সম্মেলনে যোগ দেবেন। এছাড়া সম্মেলন চলাকালে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও প্রবাসী প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হবেন। সম্মেলনে নির্ধারিত ১৩০ জন প্রতিনিধি 'ক্লোজডোর' সভায় মিলিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে বাংলা সংস্কৃতি বলয়ের একটি শক্তিশালী নতুন কমিটিও গঠন করা হবে।
এ আলোচিত বিশ্ব সম্মেলনের 'আহবায়ক' কুমিল্লার অধিবাসী আবৃত্তিগুরু খ্যাত, দেশের বিশিষ্ট বাচিক শিল্পী কাজী মাহতাব সুমন আয়োজনের পটভূমি ব্যাখ্যা করে এ প্রতিবেদককে বলেন,'আমাদের হাজার বছরের বাংলা সংস্কৃতির যেসব ঐতিহ্য হারিয়ে গেছে কিংবা হারিয়ে যাচ্ছে, সেগুলোকে আবার যত্ন করে তুলে এনে বিশ্বের সকল বাংলা ভাষাভাষি অঞ্চলে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও কৃষ্টিকে পুন: প্রতিষ্ঠা করাই এ সম্মেলনের লক্ষ্য।'
তবে কাজী মাহতাব সুমন সুস্পষ্টভাবেই জানান, 'বাংলা সংস্কৃতি বলয় কিন্তু কোন সাংস্কৃতিক সংগঠন না। এটি একটি মিশন, একটি বিশাল ফোরাম। বাঙালির যে অভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট আছে, সেগুলোকে অক্ষুন্ন ও মজবুত রেখে সেগুলোকে নতুন করে বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করে যাবে এই ফোরাম।'
সংস্কৃতির পূণ্যভূমি খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুরের আদি বাসিন্দা (পৈত্রিক বাড়ি) কাজী মাহতাব সুমন আরও বলেন,'সারা বিশ্বকে ইতিমধ্যে ১২ টি জোনে ভাগ করে বাংলা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। যেখানে আমাদের বাংলা সংস্কৃতির আদি রূপটাকে সুচারুরূপে তুলে ধরা হবে।'
তিনি বলেন, প্রতিটি অঞ্চলে একটি করে 'সংস্কৃতি গ্রাম' প্রতিষ্ঠা করার লক্ষ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে আমরা ৩টি 'সংস্কৃতি গ্রাম' তৈরী করেছি। এছাড়া আগামি পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে আমরা এগিয়ে যাচ্ছি।'
তিনি জানান, এ যাবত যতগুলো কমিটি হয়েছে, তার অনুমোদন ছাড়াও পাঁচ বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা এই বিশ্ব সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি গঠনের পর সেই কমিটির নেতৃত্বে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ইতিমধ্যে গ্রাম বাংলার আবহমান ঐতিহ্যকে ধারণ করে এ বিশ্ব সম্মেলনের জন্য একটি 'থিম সং' বানানো হয়েছে।
সম্মেলনের আহবায়ক কাজী মাহতাব সুমন এ বিশ্ব সম্মেলন আয়োজনের পেছনে যাঁর সবচেয়ে বড় পৃষ্ঠপোষকতা ও অবদান রয়েছে, সেই স্থানীয় সাংসদ আকম বাহাউদ্দিন বাহারের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'বাংলা সংস্কৃতি বলয়ের এ বিশ্ব সম্মেলনের প্রাণপুরুষ হচ্ছেন আমাদের কুমিল্লার জননন্দিত সাংসদ বাহার ভাই। মূলত তাঁর সামগ্রিক চিন্তা, চেতনা, ভাবনা ও সঠিক দিক নির্দেশনাই আমরা এরকম একটি আন্তর্জাতিক মহা কর্মযজ্ঞকে এ পর্যন্ত টেনে নিয়ে আসতে সক্ষম হয়েছি। সেজন্য সকলের পক্ষ থেকে বাহার ভাইয়ের প্রতি অবনতচিত্তে কুর্ণিশ জানাই।'
এদিকে বিশ্ববরেণ্য দুই সঙ্গীতজ্ঞ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও তাঁর অনুজ সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁ, সঙ্গীতগুরু শচীন দেববর্মণ এবং প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য শীলভদ্রের আবাসভূমি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য সংস্কৃতির শহর খ্যাত এই কুমিল্লায় অনুষ্ঠেয় দুইদিনের এই বিশ্ব সম্মলনটিকে সফল ও প্রাণবন্ত করতে কুমিল্লাবাসির সার্বিক সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তা ও আয়োজকেরা।
(জিডি/এসপি/মে ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- ভারতে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৭১ লাখ ৩৩ হাজার ৪ জন
- নিজেকে বাঁচাতে মাকে দিয়ে বাদির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সন্ধিগ্ধ আসামী রফিকুলের!
- জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ১০১ জনের বিরুদ্ধে মামলা
- আরবি লেখা শেখার ছলে ঘরে নিয়ে শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
- সাত উপাচার্যের অংশগ্রহণে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের 'শিক্ষা সমাপনী
- হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ
- ‘৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই’
- ‘সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে’
- শ্রীনগরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চলছে স্বাস্থ্য সেবা
- হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা
- ‘গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে’
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন
- ১০২ এসিল্যান্ড প্রত্যাহার
- জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি ঐক্য পরিষদের
- ‘তিন মাসে জাতীয় নির্বাচনের আয়োজন হয়েছে, এক বছরেও না হওয়ার কারণ দেখছিনা’
- পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শাহীন গ্রেপ্তার
- জামালপুরে দুই টিকিট কালোবাজারি আটক
- গোপালগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সোনাতলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- ফুলপুরে পরিষ্কার পরিছন্নতার বিশেষ অভিযান
- স্বাধীনতা ও জাতিসত্তা রক্ষার লড়াইয়ে চাই জাতীয় ঐক্য
- নিউ ইয়র্কে বন্দুক হামলার সময় কর্মরত ছিলেন না নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল
- সেরা দূরপাল্লার এয়ারলাইনের স্বীকৃতি পেলো এমিরেটস
- ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন
- কমলনগরে জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার আটক
- হিমেল হাওয়ায় কাবু কুড়িগ্রামের মানুষ
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- মা
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- পারিবো না
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- মহুয়া বনে
- রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে
- বিজনেস সামিটের পর্দা নামছে আজ
- সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ
৩১ জুলাই ২০২৫
- নিজেকে বাঁচাতে মাকে দিয়ে বাদির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সন্ধিগ্ধ আসামী রফিকুলের!
- জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ১০১ জনের বিরুদ্ধে মামলা
- আরবি লেখা শেখার ছলে ঘরে নিয়ে শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার