E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় ভাইকে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে জখম, প্রধান আসামী গ্রেফতার

২০২৩ মে ২৯ ১৬:৩৯:৪১
আগৈলঝাড়ায় ভাইকে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে জখম, প্রধান আসামী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পারিবারিক ও সামাজিক বিরোধের জের ধরে কাকাতো ভাইকে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে জখম করা প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জাানান, উপজেলার মোহনকাঠী গ্রামের মঙ্গল রায়ের ছেলে মনিমোহন রায় (৫০) স্থানীয় বাজার থেকে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে পূর্বে থেকে ওৎপেতে থাকা একই বাড়ির মনিমোহনের কাকাতো ভাই কৃষ্ণ রায়ের ছেলে অজয় রায় এর নেতৃত্বে ৪/৫ জনের একটি দল মনিমোহনের পথরোধ করে আকস্মিক হামলা চালিয়ে মারধর শুরু করে। মনিমোহনকে হত্যার উদ্যেশ্যে অজয় ধারালো কুঠার দিয়ে এলোপাথারি কোপানো শুরু করলে মনিমোহনের বাম পাশের কপালসহ বাম পাশের রান, কনুই, পিঠের ডান পাশ ও কলারের হাড়ে কোপ লেগে রক্তাক্ত জখম করে। মনিমোহনের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এসে মনিমোহনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।

এ ঘটনায় মনিমোহনের বাবা মঙ্গল রায় বাদী হয়ে ভাইয়ের ছেলে অজয় রায়ের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে রাতেই থানায় মামলা দায়ের করেন, নং-১৫(২৮.৫.২৩)। ওই মামলায় অভিযান চালিয়ে রবিবার রাতেই প্রধান আসামী অজয় রায়কে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত অজয়কে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/মে ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test