E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা 

২০২৩ মে ২৯ ১৭:০৫:৫১
সাতক্ষীরায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্ণারে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী, জেলা তথ্য অফিসার হীরা খাতুন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফওেতমা জোহরা, সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা সমাজে পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। একইসাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী হতে নিজেদের এগিয়ে আসার আহবান জানান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারি মোঃ রহিদুল ইসলাম।

(আরকে/এসপি/মে ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test