E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে ফেনসিডিলসহ দুই আন্তঃজেলা মাদক কারবারি আটক

২০২৩ মে ৩০ ১৯:১৭:২১
মধুখালীতে ফেনসিডিলসহ দুই আন্তঃজেলা মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় ৪০১ বোতল ফেনসিডিলসহ দুই আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮।

এসময় তাদের কাছে থেকে একটি প্রোবক্স প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড এবং মাদক বিক্রীত ৪ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকার নজরুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (২৭) ও একই উপজেলার ডুমুরতলা এলাকার মৃত খোদাবক্স মণ্ডলের ছেলে মো. বিশারত আলী (৪১)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

ফরিদপুর র‌্যাব-৮ জানান, গোপন খবরে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুরের মধুখালী থানার কামারখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শাইখ আকতারের নেতৃত্বে আভিযানিক দল কামারখালী এলাকার ঝিনাইদহ-ফরিদপুর সড়কে একটি প্রোবক্স প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়িতে থাকা ৪০১ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল, ছয়টি সিমকার্ড এবং মাদক বিক্রীত ৪ হাজার টাকা জব্দ করা হয়। এসময় মহিদুল ইসলাম ও বিশারত আলী নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে, এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন থেকে আন্তঃজেলায় পণ্য এবং যাত্রী পরিবহনের আড়ালে কৌশলে ট্রাক এবং প্রাইভেটকারে করে মাদক কারবার পরিচালনা করতো। তারা দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে ফরিদপুর, ঢাকা ও বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্য নতুন কৌশল অবলম্বন করতো।

তিনি আরও জানান, এ বিষয়ে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

(ডিসি/এসপি/মে ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test