E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রশাসন ও আওয়ামী লীগের হস্তক্ষেপে

আগৈলঝাড়ায় ৫ বছর পরে কোটি টাকা ব্যয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন

২০২৩ মে ৩১ ১৬:১৫:০৭
আগৈলঝাড়ায় ৫ বছর পরে কোটি টাকা ব্যয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় জমির মালিকানা বিরোধের জের ধরে পাঁচ বছর পরে বিরোধ নিস্পত্তির মাধ্যমে প্রায় কোটি টাকা ব্যয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের ঐকান্তিকক প্রচেষ্টায় সরেজমিনে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিরোধ নিস্পত্তির মাধ্যমে এলজিইডির অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী, সাবেব উপাধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইদুল সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০১৮ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এক তলাবিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের টেন্ডার পায় মেসার্স ইয়ামিন ট্রেডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। তারা বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করতে গেলে বিদ্যালয়ের পাশের জমির মালিকরা কাজে বাঁধা প্রদান করে আদালতে মামলা করে। বিচারাধীন মামলার কারণে ভবন নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে মামলটি আদালতেই নিস্পত্তি হয়।

দীর্ঘ ৫ বছর একটি বিদ্যালয়ের ভবনের কাজ বন্ধ থাকা দুঃখজনক বলে অভিহিত করে তিনি আরও বলেন কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে নিয়ে বিদ্যালয়ের জমির বিরোধ নিরসন করে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা সম্ভব হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন বলেন, বরাদ্ধকৃত বিদ্যালয়ের ভবন না হওয়ায় বিদ্যালয়টির পাঠদানে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। প্রশাসনের হস্তক্ষেপে ওই জমি উদ্ধার করে সেখানে বর্তমানে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরু হলো। নিসন্দেহে এটা একটা ভাল কাজ।

(টিবি/এসপি/মে ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test