E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

২০২৩ মে ৩১ ১৮:০৯:২২
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে কলারোয়ার উপজেলার শাকদহা এবং কাজিরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পথরঘাটা গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে কাপড় ব্যবসায়ী তোয়াব হোসেন (৫৮) এবং কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের শাকাতুল্লার ছেলে বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি মোল্লা (৪৫)।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তোয়াব হোসেন যশোরের বাগআচড়া এলাকা থেকে তার এক আতœীয়ের জানাজা নামাজ শেষে বাড়ী ফেরার পথে কলারোয়া উপজেলার কাজিরহাট বেলতলা এলাকায় মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, তাহমিনা খাতুন জানান, তার স্বামীর বাড়ি রাজশাহীতে। বিয়ের পর ১৩ বছর যাবৎ তিনি শাকদাহ এলাকায় বসাবস করেন। সকাল সাড়ে ৮টার দিকে বাঁশ বিক্রির উদ্যেশে বাড়ি থেকে বের হন মাহমুদ। পথিমধ্যে কলারোয়ার শাকদহা এলাকায় মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মটরসাইকেলের পিছনে থাকা ইকরাম হোসেনের পুত্র রাসেল আহত হন। মাহমুদের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/মে ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test