E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুবর্ণচরে সড়ক দুুর্ঘটনায় একজন নিহত

২০২৩ জুন ০১ ১৮:২৪:৩২
সুবর্ণচরে সড়ক দুুর্ঘটনায় একজন নিহত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পথচারীকে শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক।  

নিহত সূর্য লাল (৫০) উপজেলার পূর্ব পরবাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের অমর রঞ্জন নাথের ছেলে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সূর্য। যাত্রা পথে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনে আসার পর হঠাৎ পথচারী এক শিশু তার মোটরসাইকেলের সামনে পড়ে যান। এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সূর্য। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনির্তেবে খোজখবর নিয়ে পরে জানানো হবে।

(এস/এসপি/জুন ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test