E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে তীব্র তাপদাহে শেখ তন্ময়ের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

২০২৩ জুন ০৩ ১৮:৫০:১৯
বাগেরহাটে তীব্র তাপদাহে শেখ তন্ময়ের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে তীব্র তাপদাহে ওষ্ঠাগত বাস যাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে বাগেরহাট- ২ আসনের এমপি বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রী, শ্রমিক ও সাধারন পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী। এমপি শেখ তন্ময়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাস যাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারন পথচারীরা।

খুলনাগামী তালুকদার পরিবহনের যাত্রী মোর্শেদা আক্তার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন জেয়ে জানান, তীব্র তাপদাহে এমপি সাহেব নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। তীব্র তাপদাহের মধ্যে এটা চলমান থাকলে খেটে খাওয়া সাধারন মানুষ উপকৃত হবে। চল্লিশ বছরের রিক্সা চালক তোতা মিয়া জানান, এই তীত্র তাপদাহে মধ্যে সংসার চালাতে রিক্সা নিয়ে বের হতে হয়েছে। এই বিশুদ্ধ পানির সাথে খাবার স্যালাইন পেলাম। যা আমাদের মত খেটে খাওয়া মানুষের কাছে যেন অমৃত।

তালুকদার আব্দুল বাকী জানান, বাগেরহাটে তীত্র তাপদাহের কারনে যাত্রী, শ্রমিকসহ সাধারন পথচারি যাতে অসুস্থ হয়ে না পড়ে সে জন্য বাগেরহাট সদরের এমপি শেখ তন্ময়ের নির্দেশনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে। বাগেরহাটে তাপদাহের দিনগুলোতে এমপি শেখ তন্ময়ের তরফ থেকে যাত্রী, শ্রমিক ও সাধারন পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্রাহত থাকবে।

(এস/এসপি/জুন ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test