E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তীব্র তাপাদহের মধ্যে শিশুদের দিয়ে মাটি টানা কাজের ভিডিও ভাইরাল

২০২৩ জুন ০৬ ১৩:৫৯:০৯
তীব্র তাপাদহের মধ্যে শিশুদের দিয়ে মাটি টানা কাজের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : প্রখর রোদে ঝিনাইদহের চরখাজুরা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মাটি কেটে বহন করানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পরলে জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

তথ্য নিয়ে জানা গেছে, সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্থিক বরাদ্দ করা হয়। এই টাকা দিয়ে প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক কামলা দিয়ে কাজ না করিয়ে স্কুলের শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটার কাজ করাচ্ছেন।

এদিকে শিশু শিক্ষার্থীদের দিয়ে এই প্রখর রোদ ও গরমের মধ্যে মাটি কাটার কাজের ভিডিও দেখে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন হতবাক হয়ে পড়েন। ইউএনও তাৎক্ষনিক ভাবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক জানান, আমরা স্কুলের কিছু কাজকাম শিক্ষার্থীদের দিয়ে করিয়ে থাকি। তারই অংশ হিসেবে শিশু শিক্ষার্থীরা এই মাটি কাটার কাজ করছে। বিষয়টি তাদের সম্মতিতেই হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্কুল কমিটির সভাপতি তরিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে আমি ব্যবস্থা গ্রহন করবো।

পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ বিশ্বাস জানান, এই গরমে শিশু শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর বিষয়টি তিনি লোমহর্ষক বলে উল্লেখ করেন। তিনি এই ঘটনা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন বলে জানান।

(একে/এএস/জুন ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test