E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে শামীম হকের করা মামলায় বিএনপি নেতা চাঁদকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানো হয়েছে

২০২৩ জুন ০৬ ১৮:৩৭:৪৮
ফরিদপুরে শামীম হকের করা মামলায় বিএনপি নেতা চাঁদকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানো হয়েছে

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা পৌনে এগারোটার দিকে তাকে একটি পুলিশ ভ্যানে করে শতাধিক পুলিশ প্রহরায় তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাসরের ১ নং আমলি আদালতে হাজির করা হয়।

এসময় আদালত চত্ত্বরে মামলার বাদী শামীম হক,সাক্ষী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী হাজির ছিলেন।তারা আদালত চত্ত্বরে জয় বাংলা,' জয় বঙ্গবন্ধু ও বিএনপির দালালেরা হুশিয়ার সাবধান' বলে স্লোগান দেন।

বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী বলেন,আবু সাঈদকে আজ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।এ মামলার শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

(ডিসি/এএস/জুন ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test