E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী প্রদর্শনী মেলা 

২০২৩ জুন ০৬ ১৮:৫৭:৫৪
বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী প্রদর্শনী মেলা 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে প্রথমবারের মত পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকালে খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করা হয়। 

উপকুলীয় অঞ্চলে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেক এই মেলার আয়োজন করে।

পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী প্রদর্শনী মেলার আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিব উদ্দীন রাখি, কোডেকের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন, স্বপ্নযাত্রা প্রকল্পের প্রকল্প সম্বন্নয়কারী সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন, পরিবেশের সুরক্ষায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক মাটি পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক উৎপাদন, ব্যবহার বৃদ্ধি, বাজার সৃষ্টি ও প্রযুক্তি সম্প্রসারনে এই মেলা কার্যকর ভূমিকা রাখবে।

মেলায় বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তা, উদ্যোক্তা, শিক্ষার্থীরা অংশ নেন। পরে অতিথিবৃন্দ ১০টি স্টল পরিদর্শন করেন।

(এস/এসপি/জুন ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test