E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

লোহাগড়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত

২০২৩ জুন ১৩ ১৩:৪১:৫৯
লোহাগড়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫০ কোটি টাকার প্রকল্প একনেকের সভায় পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নড়াইলের লোহাগড়ার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পক্ষে একটি আনন্দ শোভাযাত্রা জয়পুর দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।

এ সময় পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক মুনজুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন,সাধারণ সস্পাদক ও মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সস্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম কোটাকোল ইউপি চেয়ারম্যান হাচান মাহমুদ, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক ও বি আর ডিবি চেয়ারম্যান এম এম রাশেদ হাসান,লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সস্পাদক সজিব মুসল্লীসহ প্রমুখ।

শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/জুন ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test