E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাগুরায় কণ্ঠবীথির রবীন্দ্র নজরুল জয়ন্তী

২০২৩ জুন ১৮ ১৬:২৪:২৪
মাগুরায় কণ্ঠবীথির রবীন্দ্র নজরুল জয়ন্তী

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী। গতকাল শনিবার সন্ধ্যায় তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি।

সংগঠনের আহবায়ক মাজহারুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন সাংংবাদিক হোসেন সিরাজ, সাংবাদিক রকিবুল হক দিপু, এডভোকেট মোখলেছুর রহমান, আব্দুর রমিম ও রাশেদুল ইসলাম।

দ্বিতীয় পর্বে শায়েখ উদ্দীন সোহান, রোজালীন ফারজানা, মেহরিন আশরাফি, সানজিদা ইয়াসমিন, হাসিবুল আলম, এম রিফাত ও শিশু সংগঠন কণ্ঠকাকলীর সদস্যরা আবৃত্তি পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করে অরণ্য সাহা ও শ্রেয়া কর্মকার ও সরাফ প্রজ্ঞা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাহমিদা ইয়াসমিন কলি।

(এম/এসপি/জুন ১৮, ২০২৩)

মাগুরায় অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী। গতকাল শনিবার সন্ধ্যায় তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি।

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test