E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী 

২০২৩ জুলাই ০২ ১৬:২৬:৪১
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী 

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী স্কুল প্রাঙ্গনে উদ্বোধন হয়েছে। আজ রবিবার দুই পর্বের এই পূর্ণমিলনীর উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা (পিপিএম)। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাফুর রহমান হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণমিলনীতে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। ১৯৫৬ থেকে ২০২৩ব্যাচের শিক্ষার্থীদের নিবন্ধন করার কথা থাকলেও নিবন্ধন হয়েছে ১৯৬৮ থেকে ২০২২ব্যাচের। প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা এই মিলন মেলায় স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করে। পূর্ণমিলনীর দ্বিতীয় পর্ব, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পর্ব পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

(আরএম/এসপি/জুলাই ০২, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test