E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুবর্ণচরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

২০২৩ জুলাই ০৬ ১৫:৩৬:২০
সুবর্ণচরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ৫০ বছরেও সড়ক পাকা করণ না হওয়ায় সড়ক পাকা করণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলা ১ নং চরজব্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ড অলি উদ্দিন মার্কেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, চর জুবিলী ইউনিয়ন হয়ে চরজব্বর ইউনিয়নের পাংখার বাজার সড়ক ও চরজব্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বায়তুল আমান জামে মসজিদ সড়কটি চার পাশে মোট ৪ কিলো মিটার সকড় পাকা করণ না হওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের, ব্যবহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা এবং কৃষি কাজ। কাঁদা সড়ক হওয়ায় কৃষকেরা পাচ্ছেনা ফসলের নায্যদাম, বর্ষা কালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়ক গুলো, বন্ধী হয়ে পড়ে বাসবাসরত জনসাধারণ।

ভোক্তভোগীদের দাবী অতি দ্রুত সড়ক গুলো পাকা করণ করে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনা এবং কৃষকদের ফসল রপ্তানি কাজ এগিয়ে নিতে এমপি, উপজেলা চেয়ারম্যান, স্খানীয় চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর উপজেলা এলজিইডি, সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

মাবনবন্ধনে বক্তব্য রাখেন, সমাজ সেবক অলি উদ্দিন, জবিল সর্দার, খোকন বেপারী, শেফালী খাতুন, কৃষক আব্দুর রব প্রমূখ।

সুবর্ণচর উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ শাহজাজাল বলেন, এটি হচ্ছে চরজুবলী হয়ে পাংখার বাজার সড়ক মোট ৪ কিলো আইডি নং ৩০১৪ আর টিআইপি -২ প্রজেক্ট প্রস্তাব পাঠানো হয়েছে ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য প্রজেক্ট চালু হলে সম্পূর্ণ সড়কের কাজ সম্পন্ন করা হবে।

(আইইউএস/এএস/জুলাই ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test