E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশি-বিদেশি চক্রান্ত মোকাবেলা করে নির্বাচন যথা সময়ই অনুষ্ঠিত হবে’

২০২৩ জুলাই ০৮ ১৯:১০:০৭
‘দেশি-বিদেশি চক্রান্ত মোকাবেলা করে নির্বাচন যথা সময়ই অনুষ্ঠিত হবে’

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি জামাতসহ অনেকেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরনের নামে তারা সরকার উৎখাতের কথা বলছে, সরকার ওদল/বদলের কথা বলছে, অস্বাভাবিক সরকার, সংবিধান বহির্ভুত সরকার প্রতিষ্ঠার কথা বলছে। এবং সাংবিধানিক সরকার, শেখ হাসিনার সরকারকে সরাসরি উৎখাতের অগণতান্ত্রিক হুঙ্কারও ছাড়ছে। 

ইনু বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ, সংবিধান রক্ষা, সাংবিধানিক ধারা রক্ষার জন্য একমাত্র পথ হচ্ছে যথাসময়ে নির্বাচন করা। এর বাইরে যারা সরকার উৎখাত এবং সংবিধান অদল-বদলের কথা বলে তাঁরা নির্বাচনের নামে সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতে চাচ্ছে, এটা দুঃখজনক। জাসদ সভাপতি আরো বলেন, সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দেশি-বিদেশীসকল চক্রান্ত মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ই অনুষ্ঠিত হবে।

আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জাতীয় আইনজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।

এসময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ এবং জাতীয় আইনজীবি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমজে/এসপি/জুলাই ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test