E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুবর্ণচরে মেঘনায় জোয়ারের পানিতে ভেসে গেল যুবক

২০২৩ জুলাই ০৯ ০০:১৩:২৬
সুবর্ণচরে মেঘনায় জোয়ারের পানিতে ভেসে গেল যুবক

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : ভাটার সময় মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের স্রোতে ভেগে গেছে এক রাজমেস্ত্রী। একই সময়ে ভেসে যাওয়া তার বন্ধু শাহাবুদ্দিন (২৪) ও মোহন (২৩) কে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

পানিতে ভেসে যাওয়া যুবকের নাম আমির হোসেন (২৩)। সে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি নিজ এলাকার সুবর্ণচরে রাজমিস্ত্রির কাজ করতেন।

শনিবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাটে ভেসে যায় ওই যুবক।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে একদল যুবক একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট সংলগ্ন তাদের এক আত্মীয় বাড়িতে যায়। সেখান থেকে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেনসহ তার বন্ধুরা। ওই সময় নদীতে ভাটা চলছিল। একপর্যায়ে তারা নদীতে গোসল করতে নামে। আসস্মিক জোয়ার এলে তিন বন্ধু নদীর পানির স্রোতে ভেসে যান । পরে উপস্থিত জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমির হোসেনের ঘটনার পর থেকে ছয় ঘন্টা নিখোঁজ রয়েছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, বিষয়টি আমি শুনেছি। স্থানীয়রা নিখাঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

(আইইউএস/এএস/জুলাই ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test