E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শ্রীপুরে ভূমি অফিসের গোলঘর মোটরসাইকেল গ্যারেজ ও পার্কিং প্লেসের উদ্বোধন 

২০২৩ জুলাই ১৫ ১৭:২৪:২০
শ্রীপুরে ভূমি অফিসের গোলঘর মোটরসাইকেল গ্যারেজ ও পার্কিং প্লেসের উদ্বোধন 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার শ্রীপুরে নবনির্মিত উপজেলা ভূমি অফিসের গোলঘর, মোটরসাইকেল গ্যারেজ ও পার্কিং প্লেস এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়াও তিনি উপজেলা ভূমি অফিস, শ্রীপুর মাগুরার নবনির্মিত ভূমি অফিসের ইনটেরিয়র কাজেরও শুভ উদ্বোধন করেন।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার সহকারী কমিশনার ভূমি শ্যামানন্দ কুন্ডু, ড. মুসাফির নজরুল, সভাপতি, শ্রীপুর প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস মো. ইকরাম আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহ অন্যরা উপস্থিত ছিলেন।

আজ শনিবার উদ্বোধন শেষে জেলা প্রশাসক নবনির্মিত উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং অফিসটির সার্বিক সাফল্য কামনায় দোয়া কামনা করেন। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এছাড়াও, জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস চত্ত্বরে একটি আমগাছের, একটি বকুল গাছের ও একটি জলপাই গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য যে, নবনির্মিত এই ভূমি অফিসটিসহ সারাদেশব্যাপী ১২৯ টি ভূমি অফিস গত ০৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

(বিএস/এসপি/জুলাই ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test