E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাভারে পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা আত্মসাত, প্রতারক গ্রেফতার

২০২৩ আগস্ট ০৭ ১৬:৩৭:২৩
সাভারে পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা আত্মসাত, প্রতারক গ্রেফতার

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে এক ব্যাক্তির বিরুদ্ধে মামলা আছে এমন ভয় দেখিয়ে পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তেতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ভুক্তভোগীর দেওয়া ২ লক্ষ টাকার এ‌্যমাউন্ট বসানো ব্রাক ব্যাংকের এক‌টি চেক উদ্ধার করা হয়।

এর আগে প্রতারনার শিকার হ‌য়ে ভুক্তভোগী ঢাকা জেলার সাভার উপজেলার ভরারি রাজ ফুলবাড়িয়া মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে মো: আসলাম (৫৩) এক প্রতারকের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত প্রতারক মোঃ হারুন অর রশিদ (৪১) রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানা চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, চলতি বছরের ১৭ জুলাই মোঃ হারুন অর রশিদ নিজেকে পুলিশের এএসআই পরিচয়ে অজ্ঞাত আরও ৩ জনকে সাথে নিয়ে ভুক্তভোগী মোঃ আসলামের বাসায় গিয়ে জানায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে এবং সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে। আসলামকে গ্রেফতারি পরোয়ানা মূলে থানায় নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে এবং ছেড়ে দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা দাবি করে প্রতারক হারুন অর রশিদ।

নগদ টাকা না থাকায় তাদের কথা অনুযায়ী আসলামের নিজ নামে খোলা ব্র্যাক ব্যাংকের হেমায়েতপুর শাখার একাউন্ট থেকে ২ লাখ টাকার একটি এবং ১ লাখ টাকার ১ টি সর্বমোট মিলিয়ে ৩ লাখ টাকার দু‌টি চেক নিয়ে চলে যায় প্রতারক চক্রের সদস্যরা। পরবর্তীতে বি‌ভিন্ন সম‌য়ে চেক ফেরত দিবে জানিয়ে এবং বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে আসলামের কাছ থেকে নগদ ৪ লাখ টাকা হা‌তি‌য়ে নেয়।

সর্বশেষ গত ৫ আগস্ট সন্ধায় পুনরায় ভুক্তভোগী আসলামের বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবি করে হারুন অর রশিদসহ তার সহযোগীরা। পরে তাদের কথায় সন্দেহ হলে সাভার মডেল থানায় খবর নিয়ে জানতে পারেন আসলা‌মের বিরুদ্ধে কোন মামলা নেই। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অভিযোগ দায়ের করলে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লার নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে প্রতারক হারুন অর রশিদকে গ্রেফতার করতে সক্ষম হন।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত একজনের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিজি/এসপি/আগস্ট ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test