E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পরীক্ষা পেছানোর দাবিতে দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন 

২০২৩ আগস্ট ০৮ ১৯:২৬:২৪
পরীক্ষা পেছানোর দাবিতে দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুরের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে ১০০ নম্বরের বদলে ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবিও জানান তারা।

আজ মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এইচএসসি ২০২৩ ব্যাচের সাতক্ষীরা জেলার সব শিক্ষার্থী আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, “আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়া পরীক্ষার তারিখ পেছাতে হবে এবং ১০০ নম্বরের জায়গায় ৫০ নম্বরের পরীক্ষা নিতে হবে। এ ছাড়া ঢাকার শাহবাগে আটক শিক্ষার্থীদের দ্রুত ছাড়তে হবে। তা না হলে আমার রাজপথ থেকে বাড়ি ফিরব না।”

দিনাজপুর সরকারি কলেজেসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/আগস্ট ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test