E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আদিবাসী নিহত

২০২৩ আগস্ট ০৯ ১৪:৩৯:৫৬
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আদিবাসী নিহত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : আন্তর্জাতিক আদিবাসী দিবসে দিনাজপুর শহরের অদুরে গোপালগঞ্জ হাটে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী এক আদিবাসী নিহত হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রবেশ মুখ সদর উপজেলার ১ নম্বর চেজেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ হাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেল আরোহীর নাম ফ্রাঞ্চিস সরেন (৫৫)। তিনি উপজেলার পশ্চিম শিবরামপুর ডাঙ্গাপাড়া এলাকার মৃত সোনা সরেনের ছেলে। পেশায় তিনি বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী অধিবাসী।

স্থানীয় নজরুল ইসলাম জানান, 'রানীগঞ্জ মোড় এলাকা থেকে সাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন ফ্রাঞ্চিস৷ গোপালগঞ্জ হাট এলাকায় পৌঁছালে ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, ‘ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।তবে চালক পালিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার ও সুরত হাল করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

(এসএএস/এএস/আগস্ট ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test