E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে আপিল বিভাগে তলব

২০২৩ আগস্ট ১৭ ১৪:১১:১২
দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে আপিল বিভাগে তলব

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে বিরূপ মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে অবমাননার নোটিশ ইস্যু মাধ্যমে তলব করেছেন আপিল বিভাগ।

আদালত অবমাননার অভিযোগে চার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ২৪ আগস্ট সকাল ৯টায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীরের দেওয়া এক বক্তব্যের সূত্রে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার জন্য কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ।

পাশাপাশি ওই ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আবেদনকারী চার আইনজীবী হলেন, হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো.মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন।

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক।

তিনি দিনাজপুর পৌরসভার পর পর তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কয়েকটি মামলা হয়। তিনি দু'বার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। কিন্তু,পর্বতীতে তিনি উচ্চ আদেশে আবারো দায়িত্ব পান।

(এসএস/এএস/আগস্ট ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test